করোনাভাইরাস: ভেস্তে গেল ‘কেজিএফ চ্যাপ্টার ২’ এর মুক্তি

0
909

বিনোদন প্রতিবেদক:

গেল মার্চ মাসে করোনা আতঙ্কের মধ্যেই ঘোষণা এসেছিল চলতি বছরের ২৩ অক্টোবর মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত ভারতীয় ছবি ‘কেজিএফ চ্যাপ্টার-২’। তবে এবার গুঞ্জন উঠেছে চলতি বছরে নয় বরং ২০২১ সালে মুক্তি পেতে পারে ছবিটি।

ধারণা করা হচ্ছে, বর্তমান করোনা পরিস্থিতির কারণেই পেছাতে পারে ছবিটির মুক্তি। যদিও ভারতে লকডাউনের আগেই ছবিটির সকল শুটিং সম্পন্ন হয়েছে, কিন্তু এখনো বাকি রয়েছে সিনেমার পোস্ট প্রোডাকশনের অনেক কাজ। একই সাথে সিনেমাটির প্রচারণারও সকল রাস্তা বন্ধ বর্তমানে।

‘বাহুবলী’র পর ভারতীয় সিনেমা কেজিএফ, যা নিয়ে দর্শকের রয়েছে দীর্ঘ প্রতীক্ষা। যার প্রথম চ্যাপ্টার মুক্তির পর থেকেই দর্শকরা তুমুল আগ্রহ নিয়ে অপেক্ষায় রয়েছেন এর দ্বিতীয় চ্যাপ্টারের জন্য! কিন্তু, বর্তমান করোনা পরিস্থিতি কবে স্বাভাবিক হবে তার নিশ্চয়তা না থাকায় ভেস্তে গেছে সব।
যদিও ছবিটির মুক্তি পেছানোর ব্যপারে এর নির্মাতা, অভিনয়শিল্পী কিংবা কলাকৌশলীদের কেউই মুখ খুলেননি।

‘কেজিএফ-চ্যাপ্টার টু’ তে দক্ষিণী সুপারস্টার যশের বিপরীতে দেখা যাবে শ্রীনিধি শেঠিকে। সেই সাথে ছবিটিতে আরো অভিনয় করছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত, রাবীনা ট্যান্ডন সহ আরো অনেকে।

ছবিটি মুক্তি পাবে ভিন্ন ভিন্ন পাঁচটি ভাষায়। যেগুলো হলো কন্নড়, তামিল, তেলেগু, মালালায়ম ও হিন্দি।
২০১৮ সালের ২১ ডিসেম্বর আড়াই হাজার স্ক্রিনে মুক্তি পেয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল ‘কেজিএফ-১’ ছবিটি। বক্স অফিস থেকে সিনেমাটি আয় করে নিয়েছিল ২৫০ কোটি রুপিরও বেশি। যেখানে এটির নির্মাণে খরচ হয়েছিল মাত্র ৮০ কোটি রুপি! সেই সাথে দর্শক ও সমালোচকদেরও প্রশংসা পায় ছবিটি।

সুত্র/চ্যানেলআই