নাজিম জয়ের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিবে নায়ক মান্নার স্ত্রী শেলী!

299
2255

আনিফা আরশি:

চ্যানেল আইয়ের জীবনের গল্পের উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়কে জনসম্মুখে নিঃশর্ত ক্ষমা চাইতে বললেন প্রয়াত জনপ্রিয় চিত্রনায়ক মান্নার স্ত্রী শেলী মান্না। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা বলেন। সম্প্রতি শেলী মান্না তার ফেসবুক পেইজে নাজিম জয় সম্পর্কে একটি পোস্ট দেন। সেটি তুলে ধরা হলো-

জনাব জয়,
সাম্প্রতিক কালে চ্যানেল আই -এর একটি লাইভ অনুষ্ঠানে (জীবনের গল্প) অতিথী হয়ে এসেছিলেন বিমানের সাবেক ক্যাপ্টেন মোশতাক।আপনি সেই অনুষ্ঠানটি পরিচালনা করেছিলেন।
আপনি এভিয়েশন (Aviation) নিয়ে অনেক প্রশ্ন করেছেন।
একজন সম্মানীয় সজ্জন ব্যক্তিকে আমন্ত্রণ করে, তাঁর জীবন বৃত্তান্ত, তাঁর পেশাগত দক্ষতা ও কর্মময় জীবন সম্পর্কে আলোকপাত করেছেন স্বাভাবিক নিয়মেই।
তারপর আপনি আপনার চিরাচরিত স্বভাবসিদ্ধ অভ্যাসের দরুন আবারো অপ্রাসঙ্গিক প্রসঙ্গ অর্থাৎ cabin crew দের সঙ্গে তাদের প্রনয়ঘটিত ব্যাপার থেকে শুরু করে, বিদেশ থেকে জিনিসপত্র এনে বিক্রি প্রসঙ্গেও উত্থাপন করেছেন, যা অত্যন্ত indecent ও আপত্তিকর..!
ক্যাপ্টেন মোশতাক অত্যন্ত সজ্জন ও অমায়িক ব্যক্তিত্ব বিধায় তিনি এটির উত্তরে একটি ব্যাখ্যা দিয়েছেন।

তার পরিপ্রেক্ষিতে আমি একটি কথাই বলতে চাই যে, “এ জগতে হায়, সেই বেশী চায় আছে যার ভুড়িভুড়ি”। কেবিন ক্রু সম্প্রদায় তাদের বৈধ আয় দিয়ে সচ্ছলভাবে জীবন যাপন করে এসেছে। কিছুটা টানপোড়ন তো পৃথিবীর সমস্ত সেক্টরেই চলমান রয়েছে। কোন সেক্টরই এর উর্ধে নয়, নইলে তো পৃথিবী জান্নাতময় হতো। ভালো শব্দের পাশাপাশি মন্দ বলে কোন শব্দ থাকতো না।

জনাব জয়,
আমার মনে হয়,এভিয়েশন (Aviation) সম্পর্কে আপনি কোন ধারণা পোষণ করেন না।নইলে এ ধরনের কোন অবান্তর প্রশ্ন করতে পারতেন না।
কেবিন ক্রুদের একটা ভালো শিক্ষাগত যোগ্যতা থাকতে হয়। নইলে কঠিনতম ট্রেনিংগুলোতে তারা উত্তীর্ণ হতে পারতো না। সেমি টেকনিক্যাল বিষয়ে টেনিং এ 84 পারসেন্ট মার্ক নিয়ে তদের উত্তীর্ণ হতে হয়, পাশাপাশি অন্যান্য বিষয় নিয়ে প্রচুর পড়াশুনা করতে হয়। সারা বছর পড়াশুনা, ট্রেনিং ও ব্রিফিং এর মধ্যে থাকতে হয়। পাশাপাশি CAAB এর নিয়মিত check, বিদেশেও প্রতিনিয়ত এসব check এর মধ্যে পরতে হয়। লাইসেন্সের ন্যায় সার্টিফিকেটে প্রতিবছর প্রচুর পড়াশুনা করে ট্রেনিং এ উত্তীর্ণ হয়ে এর রিনিউ করতে হয়। না হলে কেউ ফ্লাইট অপারেট করতে পারবে না। অজানা বিষয়গুলো আপনার জ্ঞাত হবার জন্য পেশ করলাম।

এয়ারলাইন্স একটি Team work, এখানে প্রত্যেকটি ডিপার্টমেন্ট, এমনকি cleaner section ও সমভাবে প্রয়োজনীয় ও জরুরি, না হলে কোন ফ্লাইট উড্ডয়ন করতে পারবে না।
As per Aviation Rules -Highly Trained cabin crew ছাড়া কোন ফ্লাইট Avait অর্থাৎ উড্ডয়ন করতে পারবে না। তাই এখানে superior বলে কিছু নেই।
কেবিন ক্রুদের প্রথম উদ্দেশ্য হলো একজন সম্মানীত যাত্রীকে safety and security এর সঙ্গে তার destination এ পৌঁছে দেয়া। পাশাপাশি সম্মানিত যাত্রীদের দায়িত্ব Highly Trained Cabin Crew দের নির্দেশ মেনে নিরাপত্তার সাথে তার আকাশভ্রমণ ও গন্তব্যে পৌছানো।

জনাব জয়,
আপনি এদেশের শিল্পী সমাজকেও চরমভাবে হেয় করেছেন। যারা এদেশের সাংস্কৃতিক জগতকে সমৃদ্ধ করে এ দেশকে প্রতিনিধিত্ব করেছেন তাদেরকেও আপনার অনুষ্ঠানে অশালীন প্রশ্নে জর্জরিত করেছেন। মৌসুমী, শাবনূর থেকে শুরু করে শিল্পী সমিতিকেও ন্যূনতম সম্মান দেখাননি।
অথচ আপনি একজন শিল্পী—! ভাবতেও অবাক লাগে। আমরা অত্যন্ত রক্ষনশীল সমাজে বাস করি। তাই এই ব্যাপারে আপনার প্রচণ্ড সৌজন্যবোধ ও সীমারেখা থাকা উচিত ছিলো।
পরিশেষে

জনাব জয়,
কেবিন ক্রুদের Rules Regulation অর্থাৎ প্রচন্ড নিয়ম-নীতির মধ্যে চাকুরী করতে হয়।প্রচন্ড সীমাবদ্ধতা রয়েছে তাদের জীবন-যাপনে।আইনের বাইরে কাজ করার কোন বিধান এখানে নেই।
কেবিন ক্রুরা পেশাগত কারণে নিদ্রাহীনভাবে প্রতিনিয়ত রিস্কি জীবন নিয়ে জাতীয় পতাকাবাহী এয়ারলাইন্সকে নিয়ে দেশের প্রতিনিধিত্ব করছেন, দেশের সেবা করছেন, তারা পারিবারিক ভাবে প্রতিটি মুহুর্ত থেকে বঞ্চিত হচ্ছে, এমনকি প্রিয়জনের অসুস্থতা ও মৃত্যুর সময়ে পাশে থাকতে পারে না। এমন একটা সম্মানজনক ও রিস্কি পেশার সম্প্রদায়কে আপনি কোন যুক্তিতে ও সাহসে অবমাননা করলেন?
আপনার ধারনা থাকা উচিত যে মানুষের কথায়, প্রশ্নে, যুক্তিতে, আচার-ব্যবহারে চিন্তা ভাবনায় একটি শালীনতা ও সীমারেখা থাকা উচিত। কোন অবস্থাতেই সীমালংঘন কারীকে প্রশ্রয় দেওয়া উচিত নয়।

জীবনের গল্পচ্যানেল আইউপস্থাপক,শাহরিয়ার নাজিম জয়কে -কঠোর হুশিয়ারি,জনসম্মুখে নিঃশর্ত ক্ষমা চাওয়া,অন্যথায় আইনানুগ…

Publicado por Shelly Manna en Lunes, 10 de agosto de 2020

এদিকে, ফেসবুকে এ পোস্টটি দেয়ার পর জয়কে নিয়ে সমালোচনার ঝড় ওঠেছে। বিমানে কর্মরত থেকে শুরু করে সাধারণ মানুষও জয়ের সমালোচনা করেছেন।

তার মধ্যে বিমানে কর্মরত সেলিনা নিধী নামে একজন কমেন্টসে লিখেন- সস্তা পাবলিসিটি করা অভাস্যে পরিণত হয়েছে … অনুষ্ঠানের TRP বাড়ানোর জন্য জয় সাহেব নিজের মা, বোন, বউয়ের ব্যক্তিগত ঘটনা বাজারে তুলতে দ্বিধা করবেন না … এগুলো মানুষ পেটের ও মনের এবং জ্ঞানের দিক থেকে অনেক -অনেক অভাবী …!!

299 COMMENTS

  1. pharmacie angers doutre therapie comportementale et cognitive c’est quoi pharmacie du thil beauvais , pharmacie de garde quillan aujourd’hui pharmacie villa aix en provence , act therapy for ptsd pharmacie de garde aujourd’hui jette pharmacie lafayette jeanne d’arc toulouse Compra Zyrtec a precios mГЎs bajos, Zyrtec barato en la farmacia [url=https://www.dismoimondroit.fr/questions/question/compra-zyrtec-a-precios-mas-bajos-comprar-cetirizina-10-mg-sin-receta#]Zyrtec precio PerГє[/url] Zyrtec precio sin receta Zyrtec precio PerГє. medicaments biologiques medicaments non utilises Zantac precio Miami, Zantac precio sin receta [url=https://www.dismoimondroit.fr/questions/question/zantac-precio-miami-compra-ranitidina-a-precios-mas-bajos#]Zantac Ranitidina 300 mg[/url] Medicamento Zantac nombre generico Zantac barato en la farmacia. therapies basees sur la mentalisation pharmacie a argenteuil , pharmacie bordeaux aeroport pharmacie leclerc riorges Furosemida precio sin receta, Comprar Lasix pastillas sin receta [url=https://www.dismoimondroit.fr/questions/question/comprar-lasix-pastillas-sin-receta-furosemida-precio-sin-receta#]Medicamento Lasix nombre generico[/url] Medicamento Lasix nombre generico Compra Lasix a precios mГЎs bajos. pharmacie a proximite france pharmacie de garde avignon intra muros .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here