ভয় পেয়েছিলেন ‘হাল্ক’, সাহস দিয়েছেন ‘আয়রনম্যান’

0
802

বিনোদন প্রতিবেদক:

হলিউড অভিনেতা মার্ক রাফেলো জানিয়েছেন, ‘হাল্ক’ চরিত্রে অভিনয়ের প্রস্তাব পাওয়ার পর ভয় পেয়েছিলেন তিনি। কাজটাকে খুব কঠিন মনে হয়েছিল তার কাছে। তবে রবার্ট ডাউনি জুনিয়র তাকে সাহস দিয়েছেন এবং এই চরিত্রে অভিনয়ের জন্য রাজি করিয়েছেন।

মার্ভেল কমিকসের সুপারহিরো ‘হাল্ক’ চরিত্রটির সঙ্গে ২০১২ থেকে যুক্ত আছেন মার্ক রাফালো। এর আগে হাল্ক চরিত্রে অভিনয় করেছিলেন এডওয়ার্ড নরটন।
সম্প্রতি অনলাইনে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, ‘আমি ভয় পাচ্ছিলাম হাল্ক চরিত্রে অভিনয় করতে। এর আগে এত সুন্দর করে ফুটিয়ে তোলা এই চরিত্রে নতুন করে কী যুক্ত করতে পারবো তা জানতাম না। নিজেকে নিয়ে সন্দেহ ছিল যে এই চরিত্রের জন্য আমি যোগ্য কিনা।’

রাফালো জানান ‘দ্য অ্যাভেঞ্জার্স’ এর নির্মাতা জোস হোয়েডন তাকে ডেকে নিয়ে বলেন যে তিনি এই চরিত্রের জন্য ‘পারফেক্ট।’ এরপর রবার্ট ডাউনি জুনিয়রও তাকে সাহস দেন। এরপর তিনি আত্মবিশ্বাস পান চরিত্রটিতে কাজ করার জন্য।
মার্ক রাফালো ‘হাল্ক’ চরিত্রে দ্য অ্যাভেঞ্জার্স (২০১২), আয়রন ম্যান থ্রি (২০১৩), অ্যাভেঞ্জার্স: এজ অব আলট্রন (২০১৫), থর: র‍্যাগনারক (২০১৭), অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার (২০১৮) ও অ্যাভেঞ্জার্স: এন্ডগেম (২০১৯)-এ অভিনয় করেন। এই চলচ্চিত্রগুলো সর্বকালের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রের তালিকায় রয়েছে।

সুত্র-চ্যানেলআই