আবারও তারকা দম্পতি অভিনেত্রী পরীমণি ও নায়ক শরিফুল রাজের সম্পর্ক নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। কয়েক মাস আলাদা থাকার পর মান-অভিমান ভুলে বৃহস্পতিবার (১৭ আগস্ট) আবার তারা মিলে গেছেন, একসঙ্গে থেকেছেন। কিন্তু একরাত না-যেতে এমন কী হলো, যে দুজনকে হাসপাতালে ভর্তি হতে হলো।
শুক্রবার (১৮ আগস্ট) মধ্যরাতে খবর আসে, গুরুতর জখম হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেতা শরিফুল রাজ। অন্যদিকে পরীমনি জ্বরে ভুগছেন। সূত্রের বরাতে জানা গেছে, রাজের মাথা ফেটে গেছে। অনেক রক্তক্ষরণও হয়েছে তার। ফলে বার বার অভিনেতার জ্ঞান যাওয়া-আসার মধ্যে রয়েছে।
তবে কখন, কোথায় এবং কীভাবে মাথা ফেটে যাওয়ার মতো ঘটনা ঘটেছে, তা কেউ-ই বলতে পারেননি। রাজের রক্তাক্ত মাথার স্থিরচিত্র ঘিরে তৈরি হয়েছে রহস্য। প্রশ্ন উঠছে, রাজের মাথা ফাটল কীভাবে? কে ফাটাল মাথা? এর আগে জানা গেছে, বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাত থেকেই জ্বরে ভুগছেন পরীমণি। শুক্রবার সন্ধ্যায় জ্বর নিয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি।
তার আগে ফেসবুকে ছড়িয়ে পড়া বেশ কিছু স্থিরচিত্র দেখে সবাই ভেবেছিলেন, নিজেদের মধ্যকার মান-অভিমান ভুলে প্রায় তিন মাস পর এক ছাদের নিচে ফিরছেন পরীমণি ও রাজ। তবে এক দিনের ব্যবধানেই আবার বদলে গেল হিসাব।