সুস্থ আছেন ম্যাডোনা, গুজব না ছড়ানোর আহ্বান

0
826

বিনোদন প্রতিবেদক:

মার্কিন পপ তারকা ম্যাডোনা জানিয়েছেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তিনি।প্যারিস ট্যুরের শেষের দিকে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। তবে সেই সময়ে ফ্লু হয়েছে ভেবে করোনা টেস্ট করাননি ম্যাডোনা।
গত সপ্তাহে অ্যান্টিবডি টেস্ট করিয়ে সোশ্যাল মিডিয়ায় ম্যাডোনা জানান, তার রিপোর্ট পজিটিভ এসেছে। এরপরেই গুজব ছড়িয়ে পড়ে যে তিনি অসুস্থ।

বিষয়টি নিয়ে ম্যাডোনা বলেছেন, ‘যারা ভাইরাসটি সম্পর্কে জানার চেষ্টা না করে শোনা কথায় কান দেয় তাদের বলতে চাই, আমি সুস্থ আছি।’ শরীরে অ্যান্টিবডি থাকার অর্থ হলো আমার শরীরে ভাইরাস ছিল। ৭ সপ্তাহ আগে প্যারিস ট্যুরের শেষের দিকে আমার শো এর অন্য শিল্পীদের সঙ্গে আমিও অসুস্থ হয়ে পড়েছিলাম।’

তিনি আরও বলেন, ‘আমরা সেই সময়ে ভেবেছিলাম খুব খারাপ ধরণের ফ্লু-তে আক্রান্ত হয়েছি আমরা। তবে সবাই সুস্থ হয়ে উঠেছি। আশা করছি বিষয়টি পরিষ্কার করে বুঝাতে পেরেছি।’
মহামারী ছড়িয়ে পড়ার কারণে ফ্রান্সের দুটি শো বাতিল করে যুক্তরাষ্ট্রে ফিরে আসতে হয়েছে ম্যাডোনাকে।

করোনাভাইরাস মোকাবেলায় বিল গেটসের বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনে ১.১ মিলিয়ন ডলার দান করেছেন ম্যাডোনা। এছাড়াও জানিয়েছেন, করোনার প্রতিষেধক তৈরির জন্য তিনি এই ফাউন্ডেশনের পাশে থেকে সবধরনের সহায়তা করবেন।

সুত্র-টাইমস অব ইন্ডিয়া/চ্যানেলআই