ভার্চুয়ালি হবে না কান চলচ্চিত্র উৎসব

0
815

বিনোদন প্রতিবেদক:

করোনাভাইরাসের কারণে নির্ধারিত সময়ে কান চলচ্চিত্র উৎসবের আয়োজন করা যায়নি এবছর। ধারণা করা হয়েছিল প্রচলিত পদ্ধতির বদলে ভার্চুয়ালি আয়োজন করা হবে এই উৎসবের। তবে কান চলচ্চিত্র উৎসবের আয়োজকরা জানিয়ে দিয়েছেন ভার্চুয়ালি হবে না কান চলচ্চিত্র উৎসব। বেছে নেয়া হবে বিকল্প কোনো পদ্ধতি।

জুনের প্রথম সপ্তাহের দিকে নির্বাচিত কিছু সিনেমার তালিকা জানিয়ে দেবে কর্তৃপক্ষ। ভেনিস চলচ্চিত্র উৎসব সহ কয়েকটি চলচ্চিত্র উৎসবের সাথে সমন্বয়ের মাধ্যমে উৎসবের আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।

কান চলচ্চিত্র উৎসব সংশ্লিষ্ট এক মুখপাত্র জানিয়েছেন, আগামী বছরের কান চলচ্চিত্র উৎসবের জন্য সিনেমা নির্বাচন শুরু হবে সেপ্টেম্বর থেকে। এবছরের বেশ কিছু নির্বাচিত ছবির মুক্তি করোনাভাইরাসের কারণে পিছিয়ে যাওয়ায় সেগুলো আগামী বছরের তালিকায় যুক্ত হবে।

কানের বাণিজ্যিক শাখা মার্শে দু ফিল্ম এর আয়োজন করা হবে অনলাইনে। আগামী ২২ জুন থেকে ২৬ জুন সিনেমা কেনা-বেচার এই কার্যক্রম চলবে।
১২ মে থেকে ২৩ মে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কান চলচ্চিত্র উৎসবের মর্যাদাপূর্ণ আসর।

সুত্র-চ্যানেলআই