পারিশ্রমিক কমানোর কথা স্বীকার করলেন শাকিব খান

0
782

বিনোদন প্রতিবেদক:

অভিনয়, জনপ্রিয়তা, পারিশ্রমিক। সবকিছুতেই হালের অন্য তারকাদের অনেক আগেই ছাড়িয়ে গেছেন জনপ্রিয় চিত্রতারকা শাকিব খান। ছবি প্রতি বরাবরই তিনি মোটা অংকের পারিশ্রমিক নেন। তবে এবার নিজের রেকর্ড নিজেই ভাঙছেন বাংলা চলচ্চিত্রের স্বঘোষিত কিং খান। বিভিন্ন সময়ের তথ্য অনুযায়ী জানা যায়, শাকিব নাকি তার অভিনীত শেষ দিকের ছবিগুলোতে ৬০ লাখ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়েছেন। তবে একথা শাকিব নিজে মুখে কোনো দিন বলেননি।

করোনার কারণে বেকার হয়ে ঘরবন্দি শাকিব। হাতেও নেই নতুন ছবি। শোনা যাচ্ছে নতুন ছবিতে কাজের জন্য মরিয়া হয়ে উঠেছেন। শুধু তাই নয়, কম পারিশ্রমিকেও কাজ করবেন বলে খবর চাউর হয়েছে। যদিও বিষয়টি শুনে তেলে-বেগুনে জ্বলে উঠেছেন শাকিব ভক্তরা। তারা মনে করেন শাকিব খানের পারিশ্রমিক কমে যাওয়া মানেই চাহিদা কমে যাওয়া, মার্কেট কমে যাওয়া। শাকিব খানও বিষয়টি নিয়ে মুখে কুলুপ আঁটেন।

অবশেষে শাকিব খান নিজেই জানিয়েছেন, কম বাজেটে সিনেমায় কাজ করবেন তিনি। শাকিব বলেন, ‘৫০টি প্রেক্ষাগৃহ নিয়েই এগোব। চলচ্চিত্র-অন্তঃপ্রাণ মানুষেরা থাকলেই চলবে। ভালো গল্প, ভালো পরিচালক, ভালো টেকনিশিয়ান আর একজন চলচ্চিত্রপ্রেমী প্রযোজক-আর কিছুরই দরকার নেই। দরকার হয় আগের মতো দিনরাত পরিশ্রম করে শুটিং করব। আপাতত আগের সম্মানী নয়। চলচ্চিত্রকে বাঁচাতে নিজের সম্মানী কমানোর এই সিদ্ধান্ত চূড়ান্ত। শুধু তাই নয়, চলচ্চিত্রের অন্য সবারও সম্মানী তিন ভাগের এক ভাগ করার আহ্বান জানাচ্ছি।’

শাকিবের পারিশ্রমিক কমানোর সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন চলচ্চিত্র বোদ্ধারা। তাদের ভাষ্যমতে-দেশের এই দুর্যোগময় পরিস্থিতিতে সিনেমার কাজ হচ্ছে না। শীর্ষে থাকা শাকিব খানের এমন সিদ্ধান্ত প্রশংসার দাবিদার।