Saturday, September 19, 2020
- Advertisement -
Home বলিউড ৩ মাস পর সালমানের বাগান বাড়ি কেনো ছাড়লেন জ্যাকুলিন?

৩ মাস পর সালমানের বাগান বাড়ি কেনো ছাড়লেন জ্যাকুলিন?

আনিফা আরশি:

জ্যাকুলিন ফার্নান্দেজ। বলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রী। ভারতে চলমান লকডাউনের আগে সুপারস্টার সালমান খানের বাগান বাড়িতে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন এই অভিনেত্রী।

কিন্তু লকডাউনের জেরে সেখানে  আটকে পড়েন জ্যাকুলিন। প্রায় ৩ মাস পর সেই বাগান বাড়ি ছাড়লেন তিনি।

জি নিউজের খবরে বলা হয়, কাছের এক বন্ধুর ডাকেই সালমানের বাগান বাড়ি থেকে বের হন তিনি। লকডাউনের মাঝে জ্যাকুলিনের ওই বন্ধু মুম্বাইতে একা পড়ে যান। তাকে সাহায্য করতেই পানভেল থেকে মুম্বাইতে ফেরেন বলিউড অভিনেত্রী।

জানা গেছে, সালমানের বোন অর্পিতা খান শর্মার ছেলের জন্মদিন উপলক্ষে সালমানের সঙ্গে তার বাগান বাড়িতে গিয়েছিলেন জ্যাকুলিন ফার্নান্দেজ।

এদিকে অবসরে সালমান-জ্যাকুলিন জুটি বেঁধে নতুন একটি মিউজিক ভিডিওতে কাজ করেন। ‘তেরে বিনা’ গানের ভিডিওটি ইউটিউবে প্রকাশের পর থেকেই প্রশংসিত হয়। যেখানে গায়ক এবং ভিডিওর পরিচালক সালমান নিজেই ছিলেন। সাব্বির আহমেদের লেখা, কম্পোজ করেছেন অজয় ভাটিয়া।

সালমানের পানভেলের ফার্মহাউজে লকডাউনের মধ্যেই শুটিং হয় গানটির। শহরের থেকে অনেক দূরে প্রকৃতির কোলে যুগলের প্রেমের কাহিনিই গল্পে ফুটে উঠেছে। নিজের ইউটিউব চ্যানেলে ভিডিওটি প্রকাশ করেন সালমান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বশেষ