Thursday, November 26, 2020
- Advertisement -
Home ঢালিউড সুবিধাবঞ্চিত পথশিশুদের পাশে বিপাশা কবির-রোমানা নীড়

সুবিধাবঞ্চিত পথশিশুদের পাশে বিপাশা কবির-রোমানা নীড়

আনিফা আরশি:

সড়কের পাশেই রাত্রিযাপন। দল বেঁধে খাবার সংগ্রহ। স্বাস্থ্যবিধি মানা যাদের কাছে উপহাস মাত্র। পথশিশু নামেই পরিচিত তারা। চলমান করোনা পরিস্থিতিতে সংক্রমণের উচ্চ ঝুঁকিতে রয়েছে এসব পথশিশু। দেশে ছিন্নমূল এসব শিশুর পরিসংখ্যানগত সঠিক কোনো তথ্য না থাকলেও শহরে তিন থেকে চার লাখ পথশিশু রয়েছে বলে বিভিন্ন গবেষণা সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে। নগরীর বিভিন্ন স্থান ঘুরে খাবার সংগ্রহ করে তারা। করোনা পরিস্থিতিতে সবকিছু বন্ধ থাকায় চরম খাদ্য সংকটে পড়েছে এ সুবিধাবঞ্চিতরা। বাস টার্মিনাল, রেলস্টেশন ও লঞ্চঘাটে কুলির কাজ করত অনেক শিশু। করোনার কারণে আশ্রয়কেন্দ্রগুলো বন্ধ। সেইসঙ্গে বন্ধ রয়েছে তাদের নিয়ে কাজ করা এনজিও সংস্থাগুলোর শিক্ষা কার্যক্রমও। ফলে খাবার না পেয়ে শহরের অলিগলিতে ঘুরে বেড়াচ্ছে এসব পথশিশু।সম্প্রতি রাজধানীর মিরপুরে গড়ে ওঠে ‘ময়ূরপঙ্খী’ নামে একটি শিশু কিশোর সমাজ কল্যাণ সংস্থা। গতকাল ‘ময়ূরপঙ্খী আদর্শলিপি স্কুলের’ সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে খাদ্য ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা বিপাশা কবির ও চিত্রনায়িকা রোমানা নীড়।এ প্রসঙ্গে চিত্রনায়িকা বিপাশা কবির বলেন, ‘ময়ূরপঙ্খীর’ কর্মসূচিতে এসে খুব ভালো লাগছে। বিশেষত ছোট ছোট বাচ্চাদের সাথে কিছুটা সময় কাটালাম। আমার সাধ্যের মধ্যে যতোটুকু পেরেছি করার চেষ্টা করেছি এবং আশা ভবিষ্যতেও পাশে থাকবো ময়ূরপঙ্খীর। সেই সাথে সমাজের বিত্তবান ব্যক্তিদের ‘ময়ূরপঙ্খী’ স্কুলের সুবিধাবঞ্চিত শিশুদের পাশে থাকার অনুরোধ করছি।’এ প্রসঙ্গে চিত্রনায়িকা রোমানা নীড় বলেন, ‘প্রথমেই ধন্যবাদ দিচ্ছি রুহিত সুমনকে যিনি ময়ূরপঙ্খীর প্রতিষ্ঠাতা। আমি দারুণ খুশি এরকম সামাজিক কাজে সম্পৃক্ত হতে পেরে। আমি আশা করি ময়ূরপঙ্খী সাথে সবসময় থাকবো।রুহিত সুমনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ‘ময়ূরপঙ্খীর’ ভাইস চেয়ারম্যান সাথী খান, সেক্রেটারি নাভিদ চৌধুরী, সদস্য হারিছ সোহেল ও নারী শিক্ষাকেন্দ্রের শিক্ষার্থীবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বশেষ

ঢাকায় ফিরলো ‘আয়না’ চলচ্চিত্রের টিম

1
আনিফা আরশি: গুণী চলচ্চিত্র নির্মাতা মনতাজুর রহমান আকবরের নতুন সিনেমা ‘আয়না’। গত ১৪ই অক্টোবর থেকে ধামরাই শুরু হয়েছিলো শুটিং। মোহনা মুভিজ এর ব্যানারে...