Saturday, December 5, 2020
- Advertisement -
Home বলিউড শত চেষ্টার ফলেও ৩বছর আগের বিয়ে আড়ালে রাখতে পারলো মোনালি ঠাকুর!

শত চেষ্টার ফলেও ৩বছর আগের বিয়ে আড়ালে রাখতে পারলো মোনালি ঠাকুর!

আনিফা আরশি:

বিয়েটা সেরে ফেলেছিলেন ২০১৭ সালে। কিন্তু ঘুণাক্ষরেও টের পেতে দেননি ফ্যানেদের। অবশেষে নিজেই জানালেন এ কথা। হিন্দুস্থান টাইমসকে দেওয়া সাক্ষাত্কারে মোনালি ঠাকুর বললেন, তিন বছর আগেই বিয়ে করেছেন তিনি। জার্মান বয়ফ্রেন্ড মাইকের সঙ্গে প্রেমের কথা কারোরই অজানা নয়। তবে মাইক যে তিন বছর আগেই স্বামী হয়েছেন সেকথা এতদিন আড়ালেই রেখেছিলেন গায়িকা।বছর ৩৪ এর গায়িকা বলেন, ”হ্যাঁ! আমি আর মাইক ২০১৭ সালে বিয়ে করেছি। কোনওদিনই আনুষ্ঠানিকভাবে বিয়ের কথা বলিনি, কারণ কোনও অনুষ্ঠান সেভাবে হয়নি। ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের উপস্থিতিতে বিয়ে করেছিলাম।” ২০১৬-র ক্রিসমাসে মাইক বিয়ের প্রস্তাব দেন মোনালিকে। না করেননি জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা।এই মূহুর্তে সুইজারল্যান্ডে মাইকের পরিবারের সঙ্গেই রয়েছেন মোনালি। সাংবাদপত্রকে তিনি জানান, ”যেখানে আমরা প্রথমদিন দেখা করেছিলাম, ১০ ডিগ্রি ঠান্ডায় মাইক সেই গাছের নীচেই প্রপোজ করে। আমি ‘না’ বলতে পারিনি।” মোনালির নতুন সিঙ্গলস ‘দিল কা ফিতুরে’-তে একসঙ্গে কাজ করছেন মাইক।মোনালি আরও জানিয়েছেন, তিনি ও মাইক দুজনেই ভীষণ খেতে ভালবাসেন। তবে গায়িকা এও জানেন, তাঁর বিয়ের খবর প্রকাশ্যে আসতেই সরগরম হবে বলি ইন্ডাস্ট্রি। প্রসঙ্গত, ইনস্টাগ্রামের কয়েকটি ছবিতে মোনালির হাতের আংটি দেখে অনেকেই তাঁর এনগেজমেন্ট নিয়ে প্রশ্ন তুলেছিলেন। অবশেষে সত্যিটা এবার সামনে এল। মন ভাঙল বহু অনুরাগীর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বশেষ

ঢাকায় ফিরলো ‘আয়না’ চলচ্চিত্রের টিম

3
আনিফা আরশি: গুণী চলচ্চিত্র নির্মাতা মনতাজুর রহমান আকবরের নতুন সিনেমা ‘আয়না’। গত ১৪ই অক্টোবর থেকে ধামরাই শুরু হয়েছিলো শুটিং। মোহনা মুভিজ এর ব্যানারে...