লিডারশীপ স্কিল বাড়ানোর ১০ টি উপায়ঃ–
১) প্রথমে নিশ্চিত করুন যে আপনি কাদের কে প্রভাবিত করতে চান।তারপর তাদের মত করে চিন্তা করুন।তাদের আবেগ গুলো বুঝার চেষ্টা করুন।তাদের মত ভাবনা চিন্তা করলে তাদের প্রভাবিত করা সহজসাধ্য হয়ে যায়।
২)সহকর্মীরা ভুল করলে তাদের ভুলগুলো সংশোধন করে দিন।তারা ভুল করলে তাদের কে এমন ভাবে বুঝিয়ে বলবেন যেনো তারা আপনার কথায় নিজেকে তুচ্ছ না মনে করে।অপমান বোধ নাহ করে।
৩)বড় নেতা হতে গেলে তুচ্ছ মানুষের সাথে কখনো তর্কে জড়াবেন নাহ।তাদের উপেক্ষা করুন তাতেই আপনি জিতে যাবেন।নগণ্য মানুষের সাথে তর্ক করতে গেলে আপনি তাদের স্তরে নেমে যাবেন।আপনাকে নিয়ে মানুষ সমালোচনা করলে হতাশ হবেন নাহ। মনে রাখবেন
“haters proofs that You are trying
Criticism proofs that you are growing ”
৪)প্রতিদিন সকালে অন্তত ৬০ মিনিট সময় নিজের সাথে কাটাবেন।এ সময় নিজেকে সময় দিবেন শুধুমাত্র।সেক্ষেত্রে ২০/২০/২০ রুলস মেনে চলতে পারেন সকালের জন্য।প্রথম ২০ মিনিট দৌড়াবেন।পরের ২০ মিনিট বই পড়বেন। পরের ২০ মিনিট সারাদিন কর্ম পরিকল্পনা গুলো খাতায় লিখবেন।এটা আপনার কাজে প্রোডাক্টিভিটি এনে দিবে।মনে রাখবেন যার সকাল ভালো কাটে তার সারাদিন ভালো কাটে।
৫)সবসময় Win-Win মানসিকতা বাজায় রাখুন
উইন-উইন মানসিকতা বলতে বুঝায় আমি ও জিতবো আপনাকে ও জিতাবো। ধরুন আপনার বাচ্চা আজকে বায়না ধরেছে সে আজকে ক্লাসে যাবে নাহ।সেক্ষেত্রে আপনি তাকে বলুন যে সে আজকে ক্লাসে গেলে আপনি তার পছন্দের জিনিস টি তাকে কিনে দিবেন। এতে সে ও খুশি হবে।আপনি ও খুশি হবেন।
৬)স্মার্ট হন আচার ব্যবহারে।কোন অপরিচ্ছন্ন & যত্নহীন ব্যাক্তি একজন সফল নেতা হতে পারেনা।পরিচ্ছন্নতা মানে আপনি নিজের প্রতি & নিজের কাজের প্রতি যত্নশীল হবেন।মানুষ সেই নেতা কে অনুসরণ করে যে সকল ব্যাপারে একটি আনন্দদায়ক ব্যাক্তিত্ব অধিকারী হন।
৭)একজন নেতা কে সবসময় Time Management করে চলতে হবে ।টাইম ম্যানেজমেন্ট এর ৪ টি হ্যাক আমি নিছে দিচ্ছি
১) বেশি গুরুত্বপূর্ণ – বেশি জরুরি
২) বেশি গুরুত্বপূর্ণ – কম জরুরি
৩)কম গুরুত্বপূর্ণ -বেশি জরুরি
৪)কম গুরুত্বপূর্ণ – কম জরুরি
আপনার সারাদিনের কর্মপরিকল্পনা ঠিক করার পর সেখান থেকে বেশি গুরুত্বপূর্ণ & বেশি জরুরি কাজ গুলো বের করুন। সবার আগে সেগুলো।সম্পাদন করুন।
৮)সহকর্মী দের প্রশংসা করুন। মানুষের জীবনের সবচেয়ে বড় আকাঙখা। হচ্ছে প্রশংসা শোনার আকাঙখা।আপনি যদি কাউকে দিয়ে আপনার একটি কাজ করে নিতে চান তাহলে প্রথমে তার কাজের প্রশংসা করুন।তাকে বুঝিয়ে বলুন তার ভিতর কত সম্ভাবনা লুকিয়ে আছে।বিশ্বাস করুন একটু প্রশংসা একজন মানুষ এর জীবন বদলে দিতে পারে
৯) একজন নেতা কে অবশ্যই ইতিবাচক চিন্তাভাবনা করতে হবে।ইতিবাচক চিন্তাভাবনা করলে কর্মক্ষেত্রে আপনি আপনার সর্বোচ্চ টা দিতে পারবেন।কর্মীরা ও কাজ করার অনুপ্রেরণা পাবে আপনাকে দেখে।
১০) সমস্যা সমাধান এ দক্ষ হতে হবে। ছোট বেলা থেকে আমরা সমস্যা দেখে অজুহাত দিয়ে পালিয়ে যেতাম। যেমন বৃষ্টি হলে বলতাম আজকে বৃষ্টি তাই আমি স্কুলে যাবো না। আপনাকে চিন্তাভাবনা করতে হবে বৃষ্টির ভিতর কিভাবে স্কুলে যাওয়া যায়। সেক্ষেত্রে আপনি ছাতা নিয়ে স্কুলে যেতে পারেন।একজন নেতা হতে হলে সবসময় সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে।ইতিবাচক চিন্তাভাবনা তাকে সমস্যা সমাধান এ দক্ষ করে তুলবে।
লিডারশীপ স্কিল বাড়ানোর ১০ টি উপায়

LEAVE A REPLY
সর্বশেষ
আকবরের সিনেমাকে কেন্দ্র করে ডিপজল জয়ের হাতিহাতি
১৪ তারিখ থেকে সাভারের ফুলবাড়িয়ায় ডিপজলের শুটিং হাউসে শুরু হয়েছে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘মানুষ কেন অমানুষ’ চলচ্চিত্রের কাজ। ডিপজলের প্রযোজনা প্রতিষ্ঠান অমি বনি...
buy medication without an rx generic viagra for sale
where to buy viagra online hfbwljzq sildenafil otc viagra
buy generic viagra abahwozl cheap viagra how to get viagra
cheap viagra 100mg kcugmwst buy sildenafil online doctor prescription for viagra
best ed treatment http://canadaedwp.com men with ed