Sunday, November 29, 2020
- Advertisement -
Home সাউথ ইন্ডিয়ান লকডাউনে বাগদান সারলেন বাহুবলীর খলনায়ক

লকডাউনে বাগদান সারলেন বাহুবলীর খলনায়ক

বিনোদন প্রতিবেদক:

এই লকডাউনে সবাই ঘরে বন্দী হয়ে আছেন। বন্ধ সিনেমার শুটিং, দোকানপাট, শপিংমল, অফিস-কাছারি।কাজহীন এ সময়ে ঘরে বসে বোর হচ্ছেন তারকারা। সেই বিরক্তি কাটাতে নিজের পছন্দের কাজ করছেন কেউ। কেউ আবার এই ক’দিনে নিজের অপূর্ণ শখগুলো মিটিয়ে নিচ্ছেন।

তেমনই করলেন ‘বাহুবলী’র খলনায়কও। ঠিকই ধরেছেন, কথা হচ্ছে ভল্লালদেব ওরফে রানা দগ্গুবতীকে নিয়ে। এই লকডাউনের মধ্যেই মিহিকা বাজাজ নামে এক তরুণীর সঙ্গে বাগদান সারলেন রানা।

জানা গেছে, মিহিকা হায়দরাবাদের মেয়ে। ড্রপ ডিউ ডিজাইন স্টুডিও রয়েছে তার ।লকডাউনে সম্প্রতি একটি ছবি নিজের ট্যুইটার হ্যান্ডেলে পোস্ট করেছেন রাণা। মিহিকার সঙ্গে নিজের সেই ছবি পোস্ট করে রানা লেখেন, ‘ও আমাকে হ্যাঁ বলেছে।’ সেই ছবিটিই এখন ভাইরাল নেট দুনিয়ায়।

- Advertisment -

সর্বশেষ

ঢাকায় ফিরলো ‘আয়না’ চলচ্চিত্রের টিম

1
আনিফা আরশি: গুণী চলচ্চিত্র নির্মাতা মনতাজুর রহমান আকবরের নতুন সিনেমা ‘আয়না’। গত ১৪ই অক্টোবর থেকে ধামরাই শুরু হয়েছিলো শুটিং। মোহনা মুভিজ এর ব্যানারে...