Sunday, November 29, 2020
- Advertisement -
Home বলিউড বৈধভাবে চাঁদে জমি কিনেছিলেন ছিলেন সুশান্ত সিং রাজপুত!

বৈধভাবে চাঁদে জমি কিনেছিলেন ছিলেন সুশান্ত সিং রাজপুত!

বিনোদন প্রতিবেদক:

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার খবর স্তব্ধ করে দিয়েছে সকলকে। তার ইন্ডাস্ট্রির সহকর্মী থেকে শুরু করে ভক্তরা কোনভাবেই মেনে নিতে পারছেন না তার চলে যাওয়া।সুশান্তের এই অকালমৃত্যুতে সকলেরই একটি প্রশ্ন কী এমন আঘাত পেয়েছিলেন তিনি যার ফলে এই কঠিন পথটি বেছে নিতে হয়েছে তাকে?সুশান্ত এখন নেই কিন্তু নিজের করা কাজগুলোর মাধ্যমে তিনি অনন্তকাল বেঁচে থাকবেন ভক্তদের হৃদয়ে। সাত বছরের ক্যারিয়ারে তিনি উপহার দিয়েছেন ‘পিকে’, ‘কাই পো চে’, ‘বোমকেশ বক্সি’, ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’র মতো ব্লকবাস্টার ছবি।যাই হোক, সুশান্তের ক্যারিয়ারের কথা কম বেশি সকলেরই জানা আছে। কিন্তু জানেন কী নক্ষত্রবিজ্ঞান নিয়ে বেশ আগ্রহ ছিলো বলিউডের এই তারকার।শুধু নক্ষত্রবিজ্ঞানে আগ্রহ নয়, প্রয়াত এই অভিনেতা হচ্ছেন বলিউড ইন্ডাস্ট্রির একমাত্র তারকা যার চাঁদে জমি রয়েছে।সুশান্ত সিং রাজপুতের বাড়িতে রাখা টেলিস্কোপ
সুশান্ত সিং রাজপুত চাঁদের যে জায়গাতে সম্পত্তি কিনেছিলেন সেটি ‘মেরে মুসকোভিন্স’ নামে পরিচিত।
এর আগে সুপারস্টার শাহরুখ খানকে তার ভক্তরা চাঁদে এক টুকরো জমি উপহার দিয়েছিলেন, তবে সুশান্ত হলেন প্রথম হিন্দি চলচ্চিত্র অভিনেতা যিনি চাঁদে আইনীভাবে সম্পত্তি কিনেছেন।সুশান্ত সিং রাজপুতের নিজের বাড়িতে একটি উন্নত টেলিস্কোপ মেড ১৪, এলএক্স০০ ছিল যা থেকে তিনি মহাকাশে তার জমির উপর নজর রাখতেন।

 

- Advertisment -

সর্বশেষ

ঢাকায় ফিরলো ‘আয়না’ চলচ্চিত্রের টিম

1
আনিফা আরশি: গুণী চলচ্চিত্র নির্মাতা মনতাজুর রহমান আকবরের নতুন সিনেমা ‘আয়না’। গত ১৪ই অক্টোবর থেকে ধামরাই শুরু হয়েছিলো শুটিং। মোহনা মুভিজ এর ব্যানারে...