Friday, August 6, 2021
- Advertisement -spot_img
Homeখেলাধুলাবিয়ের আগেই অন্তঃসত্ত্বা নাতাশা,তড়িঘড়ি করে বিয়ে করলেন হার্দিক পান্ডিয়া!

বিয়ের আগেই অন্তঃসত্ত্বা নাতাশা,তড়িঘড়ি করে বিয়ে করলেন হার্দিক পান্ডিয়া!

নিজেস্ব প্রতিবেদক :

বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হলেন নাতাশা স্ট্যানকোভিচ। সেই কারণেই লকডাউনের মধ্যে তড়িঘড়ি করে সার্বিয়ান মডেল তথা বলিউড অভিনেত্রীর সঙ্গে ঘর বাঁধেন হার্দিক পান্ডিয়া। তবে খুশির খবর হার্দিক পান্ডিয়া এটি লুকিয়ে রাখেননি। বিয়ের খবরের পাশাপাশি তিনি স্পষ্ট জানিয়ে দেন, শিগগিরই তাদের জীবনে আসতে চলেছে নতুন অতিথি।

হার্দিক পান্ডিয়া এবং নাতাশা স্ট্যানকোভিচের খুশির খবর পেয়ে তাদের শুভেচ্ছা জানান সার্বিয়ান মডেলের প্রাক্তন বন্ধু আলি গোনি। সেই সঙ্গে ওই দুজনের ছবি দেখে ভালোবাসাও প্রকাশ করেন আলি।

এদিকে ২০২০ সাল শুরু হওয়ার দিনই ভাসমান ইয়টে নাতাশার সঙ্গে আংটি বদল সারেন হার্দিক পান্ডিয়া। ওইদিন নাতাশা এবং হার্দিক চুপিসারেই বাগদান পর্ব সেরে ফেলেন। তবে সেই ছবি প্রকাশ্যে আসার পরই হু হু করে তা ভাইরাল হয়ে যায়।

- Advertisment -spot_img

সর্বশেষ

অপু বিশ্বাসের নায়ক হলেন জয় চৌধুরী

0
ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘হিটম্যান’ সিনেমায় অপু বিশ্বাসের সহশিল্পী হিসেবে অভিনয় করেছিলেন জয় চৌধুরী। এবার তিনি প্রথমবারের মতো ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমার মাধ্যমে এই...