বিদেশে কেমন কাটলো শাবনুরের ঈদ

216
1253

ঝড়-ঝঞ্ঝা, বন্যা- তুফান-করোনা—সবকিছু রেখে আনন্দে মেতে উঠেছে বাংলাদেশ। আজ ঈদ। কিন্তু ভিন দেশ। ঝলমলে সিডনি শহরের আনন্দের মধ্যেও রিনঝিনিঝিন কষ্টে উদাসী হলেন বাংলাদেশের একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। তিনি এখন রয়েছেন অস্ট্রেলিয়ার সিডনিতে। কেমন কাটছে দিন, কেমন কাটছে ঈদ, এ নিয়ে কথা বলেন শাবনূর।

‘কয়েক মাস আগে যখন বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় আসছিলাম, ১২ ঘণ্টার যাত্রা। আমার ৬ বছরের ছেলেটা বিমানে একবারের জন্যও মাস্ক খোলেনি। নিজে থেকেই কেমন চুপচাপ বসেছিল। ও কী বুঝেছিল, আমি জানি না। তবে দেখে আমার খুব কষ্ট লাগছিল।’ বলছিলেন অস্ট্রেলিয়ায় থিতু হয়ে আসা বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর।

তাঁর ভীষণ মন খারাপ। এই সংকটের মধ্যে বাংলাদেশে থাকা সবার কথা খুব মনে পড়ছে তাঁর। বললেন, ‘সময় পেলেই খোঁজ নিচ্ছি, যার কথা যখন মনে পড়ছে। ক্যামেরার পেছনে যাঁরা আমার সঙ্গে সব সময় থাকতেন, আমার মেকআপ ম্যান, ড্রেস ম্যান, তাঁদের বেশি মিস করছি। যে যেখানেই আছেন, সাবধানে থাকবেন।’

ঈদুল আজহাকে ঘিরে তেমন কোনো আয়োজন নেই এই তারকার। পরিবার আর ঘনিষ্ঠ বন্ধুদের নিয়েই এবারের ঘরোয়া ঈদ আয়োজনের কথা জানালেন শাবনূর । ‘অস্ট্রেলিয়ায় ঈদ করি, এটা আমাকে খুব বেশি কষ্ট দেয় না। আসলে মানুষ তো যে যেখানেই থাকুক, ঈদ করতে পরিবারের কাছেই যায়। আমি ছাড়া আমার পরিবারের প্রায় সবাই থাকে সিডনিতে। তাই পরিবারের সঙ্গ পাওয়ার জন্যই এ দেশে আসি। এ ছাড়া এখানে আমার অনেক বন্ধু আছে। আর অস্ট্রেলিয়ায় সাপ্তাহিক ছুটির দিনগুলোও একেকটা উৎসবের সমান। প্রায় প্রতি সপ্তাহেই কেউ না কেউ পিকনিকের আয়োজন করে।’ বললেন শাবনূর।

ঈদের দিনের আয়োজন নিয়ে শাবনূর বললেন, ‘ঈদের দিন প্রচুর দাওয়াত পেয়েছি। কাউকেই মানা করিনি, তবে সামাজিক দূরত্ব বজায় রাখার স্বার্থে এত দাওয়াত রক্ষা করা সম্ভব হবে না। ঘরোয়া আয়োজনে শুধু পরিবার ও নিকট আত্মীয়দের সঙ্গেই এবারের ঈদের দিন কাটছে। আর কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুর বাড়িতে বেড়াতে যাওয়ার ইচ্ছা আছে।’

স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে পবিত্র ঈদুল আজহা উদযাপনের আশা ব্যক্ত করে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন সিডনিতে বসবাসরত শাবনূর ।

216 COMMENTS

  1. I placed my mandate and rumination it was uncanny that I didn’t exhibit in a confirmation email after my folding in left PayPal. I then adage this page and expropriated I would requisite to velitation my purchase. I received an email the next daylight from pharmduck with a tracking number and received my stuff the following day. Can on the contrarious utter on my sagacity which was great and be struck close to nothing withered to decode, rueful to people who admit well-versed otherwise.

  2. Adapted drink of ivermectin 12. stromectol for sale is paramount enchanted as a solitary dose with a generous eyeglasses (8 ounces) of damp on an deserted craving (1 hour to come breakfast), unless in another manner directed by your doctor. To forbear luminously up your infection, take this pharmaceutical exactly as directed. Your doctor may want you to take another measure every 3 to 12 months. Your doctor may also prescribe a corticosteroid (a cortisone-like pharmaceutical) to save indubitable patients with river blindness, markedly those with severe symptoms. This is to facilitate lessen the sore caused on the death of the worms. If your doctor prescribes these two medicines together, it is eminent to take the corticosteroid along with ivermectin antifungal. Gain possession of them undeniably as directed sooner than your doctor. Do not be nostalgic for any doses. Dosing. The quantity of this remedy force be special inasmuch as particular patients. Bring up the rear your doctor’s orders or the directions on the label. The following information includes on the contrary the standard in the main doses of this medicine. If your prescribe is different, do not change it unless your doctor tells you to do so. The amount of medicine that you clutch depends on the tenacity of the medicine. Also, the include of doses you swallow each age, the experience allowed between doses, and the length of time you take the remedy depend on the medical problem in behalf of which you are using the medicine.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here