Friday, October 30, 2020
- Advertisement -
Home সাউথ ইন্ডিয়ান বলি থেকে টলি নজর কাড়ছেন ‘সেক্সি’নিধি আগরওয়াল

বলি থেকে টলি নজর কাড়ছেন ‘সেক্সি’নিধি আগরওয়াল

আনিফা আরশি

দক্ষিণী নায়িকাদের মধ‍্যে জনপ্রিয়তার তালিকায় প্রথম দিকেই থাকবে নিধি আগরওয়ালের নাম। মাত্র কিছুদিনের মধ‍্যেই এই উঠতি অভিনেত্রী অসাধারন অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন।২০১৭ তে ‘মুন্না মাইকেল’ ছবির হাত ধরে অভিনয় জগতে প্রবেশ করেন তিনি। তারপর থেকে বিভিন্ন ভাষার ছবিতেই নিজেকে প্রমাণ করেছেন নিধি। তামিল, তেলুগু, কন্নড় ছাড়াও হিন্দি ছবিতেও নিজের ম‍্যাজিক দেখিয়েছেন তিনি। ভবিষ‍্যতেও বলিউডে আরও ছবি করবেন বলেই আশাবাদী অভিনেত্রী।

নিধি জানান, তাঁর স্বপ্ন মধুবালা বা মাধুরী দীক্ষিতের চরিত্রে অভিনয় করা। তবে তেমন ভাবে অভিনয় কোনও দিনই শেখেননি নিধি। পুরোটাই তাঁর শুটিং সেটেই শেখা বলে জানান তিনি।

বলিউডে নিধির প্রিয় অভিনেতা রণবীর কাপুর। তাঁর অভিনয় বেশ পছন্দ বলে জানান অভিনেত্রী। এছাড়া বরুন ধাওয়ান, অক্ষয় কুমার, শাহরুখ খানকেও পছন্দ নিধির। অপরদিকে করিনা কাপুর খান, প্রিয়াঙ্কা চোপড়ার অভিনয়ও একই রকম প্রিয় তাঁর।

সোশ‍্যাল মিডিয়ায় নিধির জনপ্রিয়তা বাড়ছে দিন দিন। ইনস্টাগ্রামে ৫ মিলিয়নের বেশি ফলোয়ার রয়েছে তাঁর। অনুরাগীদের সঙ্গে যোগাযোগ রাখতেও ভাল জানেন তিনি। তাই নতুন কোনও ছবি বা ভিডিও পোস্ট করলেই তা সঙ্গে সঙ্গে হয়ে যায় ভাইরাল।
প্রসঙ্গত দক্ষিণে বেশ জনপ্রিয় নাম নিধি আগরওয়াল। ‘আইস্মার্ট শঙ্কর’ ছবিতে তাঁর অভিনয় দর্শকদের প্রচুর প্রশংসা কুড়িয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বশেষ