Tuesday, December 1, 2020
- Advertisement -
Home টালিউড ফের সমালোচনার মুখে শ্রাবন্তী

ফের সমালোচনার মুখে শ্রাবন্তী

বিনোদন প্রতিবেদক:

মাতৃ দিবসে ছেলে অভিমন্যু চট্টোপাধ্যায়ের সঙ্গে ছবি আপলোড করেছিলেন। ছেলের সঙ্গে ছবি প্রকাশ্যে আসতেই ফের সমালোচনা শুরু হয়ে যায় শ্রাবন্তীকে নিয়ে।

শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে ছেলে অভিমন্যু চট্টোপাধ্যায়ের ছবি প্রকাশ্যে আসতেই টলিউডের এই প্রথম সারির অভিনেত্রীকে নিয়ে কটাক্ষ করতে শুরু করেন নেটিজেনদের একাংশ। এই ছবি ভাইফোঁটায় আপলোড করলে ভাল হত বলে কেউ কটাক্ষ করতে শুরু করেন শ্রাবন্তীকে, আবার কেউ খোঁচা দিতে শুরু করেন অভিনেত্রীকে। যদিও প্রত্যেকবারের মতো এবারও সমালোচকদের আক্রমণের মুখে পড়েও এ বিষয়ে পালটা কোনও মন্তব্য করেননি শ্রাবন্তী।

রোশন সিংয়ের সঙ্গে বিয়ে চুপিসাড়ে সারার পর সম্প্রতি বিয়ের বেশ কিছু ছবি নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেন শ্রাবন্তী। চুপচাপ বিয়ের অনুষ্ঠান সারার পর সম্প্রতি গায়ে হলুদের বেশ কয়েকটি ছবি প্রকাশ্যে আনেন অভিনেত্রী। যেখানে দেখা যায়, অভিনেত্রীর ঘনিষ্ঠ আত্মীয় এবং পরিবারের লোকেরাই হাজির ছিলেন।

- Advertisment -

সর্বশেষ

ঢাকায় ফিরলো ‘আয়না’ চলচ্চিত্রের টিম

1
আনিফা আরশি: গুণী চলচ্চিত্র নির্মাতা মনতাজুর রহমান আকবরের নতুন সিনেমা ‘আয়না’। গত ১৪ই অক্টোবর থেকে ধামরাই শুরু হয়েছিলো শুটিং। মোহনা মুভিজ এর ব্যানারে...