Friday, October 30, 2020
- Advertisement -
Home বলিউড পরিবার সহ কোয়ারেন্টিনে বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি

পরিবার সহ কোয়ারেন্টিনে বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি

বিনোদন প্রতিবেদক:

ভা’রতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে, করো’নার এই বিশেষ পরিস্থিতিতে নওয়াজ তার পরিবারকে নিয়ে মুম্বাই থেকে উত্তরপ্রদেশের মুজফ্ফর নগরে নিজের বাড়িতে ঈদ উৎসব পালন করতে যান। মুম্বাই পু’লিশের বিশেষ অনুমতি নিয়ে সমস্ত নির্দেশিকা মেনেই নিজের গ্রামের বাড়িতে পৌঁছেছিলেন অ’ভিনেতা।

১১ মে তারা ঈদের জন্য মুজফ্ফর নগরে পৌঁছন এবং ২৫ মে পর্যন্ত সেখানে হোম কোয়রান্টিনে তাদের থাকতে হবে। মুম্বাই প্রশাসনের অনুমতি নিয়ে তিনি এবং তার মা, ভাই, ভাইয়ের স্ত্রী’ করো’নার এই বিশেষ পরিস্থিতিতেই নিজের বাড়িতে যান। নওয়াজ ও তার পরিবারের সকলের করো’না টেস্ট হয় এবং রিপোর্ট নেগেটিভ এসেছে।ইতোমধ্যেই ভা’রতে চলছে চতুর্থ দফার লকডাউন শুরু হয়েছে। গত সপ্তাহেই শোনা গিয়েছিল এক লড়াকু লেখকের গল্প নিয়ে জি ফাইফ প্রিমিয়ারে আসছেন ‘ঘুমকেতু’ ওরফে নওয়াজউদ্দিন সিদ্দিকি।

নওয়াজের সঙ্গে ছবির বিশেষ একটি চরিত্রে দেখা যাবে বলিউড পরিচালক অনুরাগ । সিনেপ্রে’মীদের সেই উত্তে’জনার পারদ উসকে দিয়েই এবার প্রকাশ্যে এসেছে ‘ঘুমকেতু’র প্রথম ঝলক।

সুত্র/daily news update

- Advertisment -

সর্বশেষ