আনিফা আরশি:
সুরকার ও সংগীত পরিচালক হিসেবে অভিষেক হলো সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীনের। পাঁচ দশক ধরে আধুনিক বাংলা গান, দেশাত্মবোধক, চলচ্চিত্রসহ বিভিন্ন মাধ্যমে প্রায় ১৬ হাজার গান গেয়ে যিনি নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। সংগীতজীবনের দীর্ঘ ক্যারিয়ারে এই প্রথম সুর করলেন সারাহ বেগম কবরীর অনুদানের ছবি এই তুমি সেই তুমি চলচ্চিত্রে। ২২ সেপ্টেম্বর রাতে চ্যানেল আই স্টুডিওতে তিনি নিজের সুর করা গানে নিজেই কণ্ঠ দেন। ‘দুটি চোখে ছিল কিছু নীরব কথা, তুমি ফোটালে সেই চোখে চঞ্চলতা’ গানটি লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান। পর্দায় এ গানে ঠোঁট মেলাবেন কবরী নিজেই।
সুরকার ও সংগীত পরিচালক হিসেবে পথচলা প্রসঙ্গে সাবিনা ইয়াসমীন বলেন, ‘আমি কখনো ভাবতেও পারিনি সংগীত পরিচালক হিসেবে কাজ করব। আমার এত কাছের একজন মানুষ কবরী, তিনি যখন প্রস্তাব দিলেন, তখন আগ্রহ তৈরি হলো। শিল্পীদের দিয়ে আমার সুরে গান গাওয়াব, নিশ্চয়ই একটা নতুন অভিজ্ঞতা হবে।’
‘আমি কখনো ভাবতেও পারিনি সংগীত পরিচালক হিসেবে কাজ করব। আমার এত কাছের একজন মানুষ কবরী, তিনি যখন প্রস্তাব দিলেন, তখন আগ্রহ তৈরি হলো। শিল্পীদের দিয়ে আমার সুরে গান গাওয়াব, নিশ্চয়ই একটা নতুন অভিজ্ঞতা হবে।’
এ প্রসঙ্গে কবরী বলেন, ‘সাবিনা ইয়াসমীনকে সুরকার হিসেবে নেওয়ার ভাবনা আমারই। আমি এই ছবির জন্য নতুন নায়ক–নায়িকা খুঁজছিলাম। পাশাপাশি ছবির জন্য একজন সংগীত পরিচালকও খুঁজছিলাম, তখন সাবিনার কথা মনে হলো। পাঁচ দশক ধরে গাইছেন, এখনো সমানভাবে গেয়ে যাচ্ছেন। আমার মনে হয়েছে, সুরকার হিসেবে তাঁর অভিজ্ঞতা কাজে লাগবে। নতুন একটা পথে সাবিনার আবির্ভাব হলো। নতুন কিছু সৃষ্টি হবে আশা করছি।’
ছবিতে চারটি গান থাকছে। ছবির গানগুলো লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার, মোহাম্মদ রফিকউজ্জামান ও কবরী। অনুদানের এ ছবিতে প্রধান চরিত্রে থাকছেন কবরী নিজেই। আর অভিষিক্ত হচ্ছেন নতুন দুজন নায়ক–নায়িকা—রিয়াদ রায়হান ও নিশাত নাওয়ার সালওয়া। সালওয়া ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮’–তে প্রথম রানারআপ হয়েছিলেন।
সাবিনা ইয়াসমীনকে সুরকার হিসেবে নেওয়ার ভাবনা আমারই। আমি এই ছবির জন্য নতুন নায়ক–নায়িকা খুঁজছিলাম। পাশাপাশি ছবির জন্য একজন সংগীত পরিচালকও খুঁজছিলাম, তখন সাবিনার কথা মনে হলো। পাঁচ দশক ধরে গাইছেন, এখনো সমানভাবে গেয়ে যাচ্ছেন। আমার মনে হয়েছে, সুরকার হিসেবে তাঁর অভিজ্ঞতা কাজে লাগবে। নতুন একটা পথে সাবিনার আবির্ভাব হলো। নতুন কিছু সৃষ্টি হবে আশা করছি।
দেশে করোনার প্রকোপ শুরুর কয়েক দিন আগে ছবিটির শুটিং শুরু করেছিলেন কবরী। কদিন কাজ করার পরে সরকারি নিষেধাজ্ঞা শুরু হওয়ায় আর শুটিং করেননি। ছয় মাস পর গতকাল বুধবার থেকে ঢাকার উত্তরায় আবারও শুটিং শুরু হয়েছে এই তুমি সেই তুমি ছবির। নতুন করে শুটিং শুরুর আগে একটানা বেশ কয়েক দিন অভিনয়শিল্পী ও কলাকুশলীদের নিয়ে মহড়া করেছেন। এই অভিনয়শিল্পী ও পরিচালক কবরী গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘বহুদিন পর ক্যামেরার সামনে দাঁড়ালাম। একদিকে নিজে অভিনয় করাচ্ছি, অন্যদিকে করছি। শুটিংয়ের সুবিধার জন্য স্টোরিবোর্ড তৈরি করেছি। তাই অভিনয় ও পরিচালনা দুটোই সহজ হয়েছে।’
শুটিং সেটে কি স্বাস্থ্যবিধি মানা হচ্ছে? এমন প্রশ্নের উত্তরে কবরী বলেন, ‘পরিপূর্ণ স্বাস্থ্যবিধি মেনে আমরা কাজ করছি। ইউনিটের সবাই বেশ সচেতন। কাজটাও শেষ করতে হবে। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। এবার একটানা কাজ করে ছবিটা শেষ করতে চাই।’
কবরীর পরিচালনায় সামনে দাঁড়ান ছবির নায়িকা সালওয়া। প্রথম দিনের অভিজ্ঞতা প্রসঙ্গে বলেন, ‘যদিও বেশ কয়েক দিন ধরে মহড়া করেছি, তারপরও আগের দিন রাতে খুব ভয়ে ছিলাম। এসএসসি পরীক্ষার আগে যেমন লাগে। আসলে কবরী ম্যাম যা বলছেন, তাই করে যাওয়ার চেষ্টা করছি। এই ছবির কাজটা আমার জীবনের শিক্ষা হয়ে থাকবে, এইটুকু বুঝতে পারছি।’
২৯ সেপ্টেম্বর পর্যন্ত উত্তরায় টানা শুটিং চলবে ছবিটির। এই তুমি সেই তুমি ছবির শুটিং শুরুর মধ্য দিয়ে পরিচালনায় দীর্ঘ ১৪ বছরের বিরতি ভাঙলেন কবরী। তাঁর পরিচালিত প্রথম সিনেমার নাম আয়না, যা ২০০৫ সালে মুক্তি পায় বলে জানান কবরী। এই তুমি সেই তুমি ছবিটি পরিচালনার পাশাপাশি ছবির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন কবরী নিজেই।
http://zithromaxfast500.com buy zithromax 500mg online
http://tadalafilfast20.com best price for tadalafil 20 mg
http://levitrafast20.com levitra 20 mg
http://tadalafilfast20.com buy cheap sildenafil uk
http://sildenafilfast100.com 100mg sildenafil generic
generic viagra without doctor’s prescription buy prescription viagra online without
viagra only 0.2$ generic viagra
does viagra or cialis help with pe xgnnbfbd http://tadedmedz.online/ cialis side effects
cialis 20 mg best price cmlscfri http://tadedmedz.com/ cialis coupon
macp viagra over the counter usa 2020 http://dietkannur.org bzso oeiz
viagra without a doctor prescription walmart infdcuzj levitra which ed drug is best
best erectile dysfunction pills pttitmgs levitra generic ed therapy
viagra walgreens opogjgpy buy sildenafil amazon viagra
daily use of cialis cialis online flxhmxaj cialis 100 mg lowest price
lowest price cialis buy cheap cialis kfpvrjbk samples of cialis
canadian pharmacy viagra yrsafjxu buy sildenafil generic viagra names
help with ed minzvmmt cheap levitra over the counter ed
ed medication online http://canadaedwp.com which ed drug is best