Friday, November 27, 2020
- Advertisement -
Home বলিউড না ফেরার দেশে অভিনেতা মোহিত বাঘেল

না ফেরার দেশে অভিনেতা মোহিত বাঘেল

না ফেরার দেশে চলে গেছেন বলিউডের ২৬ বছরের অভিনেতা মোহিত বাঘেল। দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি। শনিবার (২৩ মে) সকালে ভারতের উত্তরপ্রদেশের মথুরায় তিনি মারা যান।

সালমান খান অভিনীত ‘রেডি’ ছবিতে অমর চৌধুরীর ভূমিকায় অভিনয় করে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিলেন কম বয়সী এই অভিনেতা।

চিত্রপরিচালক এবং লেখক রাজ শান্ডিল্য সংবাদমাধ্যম পিটিআই-এর কাছে বলেছেন, খুব তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে গেল ছেলেটা। গত ছয় মাস দিল্লির এইমস হাসপাতালে চিকিৎসাধীন ছিল মোহিত। ১৫ মে ওর সঙ্গে আমার কথা হয়েছিল। সেরে উঠছিল ধীরে ধীরে। বড় ভাই আর মা-বাবার সঙ্গেই থাকত মোহিত।

মোহিত ও রাজ দু’জনে একসঙ্গে ‘কমেডি সার্কাস’ এবং ‘জবরিয়া জোড়ি’-তে কাজ করেছেন। রাজ বলছিলেন, তার ডেবিউ ছবি ‘ড্রিমগার্ল’-এ নিতে চেয়েছিলেন মোহিতকে। কিন্তু তারিখ নিয়ে সমস্যা হওয়ায় ড্রিমগার্ল ছবিতে আর অভিনয় করতে পারেননি এই অভিনেতা।

মোহিতের মৃত্যুর খবরে গভীরভাবে শোকাহত অভিনেত্রী পরিণীতি চোপড়াও। টুইটারে টুইট করে লিখছেন, একটা সুন্দর মানুষের সঙ্গে কাজ করেছি। হাশিখুশি, ইতিবাচক এবং সর্বদা অনুপ্রাণিত একটা মানুষ। তোমাকে অনেক ভালোবাসি মোহিত। তোমার আত্মার শান্তি কামনা করি।

এ ছাড়াও মোহিত বাঘেল ‘এক্কিস টোপ্পোন কি সালামি’ এবং ‘গলি গলি চোর হ্যয়’ ছবিতে অভিনয় করেছেন।

- Advertisment -

সর্বশেষ

ঢাকায় ফিরলো ‘আয়না’ চলচ্চিত্রের টিম

1
আনিফা আরশি: গুণী চলচ্চিত্র নির্মাতা মনতাজুর রহমান আকবরের নতুন সিনেমা ‘আয়না’। গত ১৪ই অক্টোবর থেকে ধামরাই শুরু হয়েছিলো শুটিং। মোহনা মুভিজ এর ব্যানারে...