Monday, January 25, 2021
- Advertisement -
Home খেলাধুলা নায়িকা অন্তঃসত্ত্বা, কোহলি ও আনুশকার ঘরে আসছে নতুন অতিথি

নায়িকা অন্তঃসত্ত্বা, কোহলি ও আনুশকার ঘরে আসছে নতুন অতিথি

আনিফা আরশি:

অবশেষে গুঞ্জন সত্য হলো। মা হতে চলেছেন আনুশকা শর্মা। আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে আনুশকা শর্মা ও বিরাট কোহলি  এ খবর জানান দেন। সেখানে হাস্যোজ্জ্বল যুগলের ছবিও শেয়ার করা হয়। লেখেন, ‘অবশেষে আমরা ৩ জন হতে যাচ্ছি।’  জানান,  ২০২১ সালের জানুয়ারিতে মা হচ্ছেন আনুশকা।

২০১৭ সালের ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসেন দুই দিগন্তের তারকা আনুশকা শর্মা ও বিরাট কোহলি। এ যুগল প্রথম বিবাহবার্ষিকী উদযাপন করেন অস্ট্রেলিয়ার সিডনিতে। একে অন্যের শক্তির উৎস এ তারকা-যুগল।

And then, we were three! Arriving Jan 2021 ❤️🙏

تم النشر بواسطة ‏‎Virat Kohli‎‏ في الأربعاء، ٢٦ أغسطس ٢٠٢٠

২০১৮ সালে মুক্তি পায় আনুশকা শর্মার সর্বশেষ সিনেমা ‘জিরো’। বক্স অফিসে আক্ষরিক অর্থেই জিরো হয়েছিল এই সিনেমা। যদিও তাঁর সেরেব্রাল পালসি রোগে ভোগা বিজ্ঞানী আফিয়া ইউসুফজাই ভিন্দার চরিত্রটি দর্শক ও সমালোচক মহলে ব্যাপক প্রশংসিত হয়েছিল। এরপর আর বড়পর্দায় দেখা মেলেনি এই অভিনেত্রীর।
সর্বশেষ অভিনয় ছাড়াই বুলবুল ছবিটি প্রযোজনা করে আলোচিত হন আনুশকা।

13 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বশেষ

আকবরের সিনেমাকে কেন্দ্র করে ডিপজল জয়ের হাতিহাতি

0
১৪ তারিখ থেকে সাভারের ফুলবাড়িয়ায় ডিপজলের শুটিং হাউসে শুরু হয়েছে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘মানুষ কেন অমানুষ’ চলচ্চিত্রের কাজ। ডিপজলের প্রযোজনা প্রতিষ্ঠান অমি বনি...