Sunday, November 29, 2020
- Advertisement -
Home ঢালিউড নায়ক থেকে খলনায়ক, খলনায়ক থেকে কবি অমিত হাসান!

নায়ক থেকে খলনায়ক, খলনায়ক থেকে কবি অমিত হাসান!

আনিফা আরশি:

ঢাকাই সিনেমার একসময়ের তুমুল জনপ্রিয় নায়ক অমিত হাসান। সময়ের বিবর্তনে নায়ক চরিত্রে দেখা না মিললেও খলভিনেতা বা বিশেষ গুরুত্বপূর্ণ চরিত্রে পর্দায় হাজির হন। জাগো নিউজের এক ইন্টারভিউতে বলেছিলেন তিনি ভিলেন চরিত্র দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পান। বর্তমানে সিনেমার আংশিক শুটিং বন্ধ থাকায় তিনিও কিছুটা অবসর সময় পাচ্ছেন। দুই মাস আগে একটি সিনেমার ডাবিং করেছিলেন এফডিসিতে। এছাড়াও তিনি বাংলাদেশ ফিল্ম ক্লাবের সভাপতি আর কাজের ক্ষেত্রে সেখানেও সময় দিতে হয় তার। আর বাহিরে কিছুটা সোশ্যাল যোগাযোগমাধ্যম ফেসবুকেও তিনি বেশ সরব। দেখা যায় সবার খোঁজ নেন তবে গতকাল রাত ১১ টার দিকেই হটাৎই সবাইকে চমকে দিয়ে একখানা কবিতা শেয়ার করেন নিজের ফেসবুক টাইমলাইনে। কবিতাটি পোস্ট করার পর পরই লাইক শেয়ার আর কমেন্টসে ভারী হয়ে ওঠে তার টাইমলাইন। সেই পোস্টে জনপ্রিয় পরিচালক ‘প্রেমের তাজমহল’ খ্যাত নির্মাতা গাজী মাহাবুব কমেন্টস করেন ‘আমি আপনার কবিতার ভক্ত। এভাবেই সবাই নানা কমেন্টস করে যাচ্ছেন।

ফেসবুকে অমিত হাসানের সেই কবিতাটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো

” প্রেয়সীর কাজল চোখ”
” প্রেয়সীর কাজল চোখ”
“”””””””””””””””””””””””””:”””””””’
তোমার ওই বিস্ময় বিমুগ্ধ চোখ দুটো আমি বারবার দেখতে চাই
তুমি শুধু চেয়ে থাকো- আমি শুধু দেখবো আর দেখবো/
তোমার ওই চোখে আমি দেখতে চাই-
ভাষা আন্দোলন
শাসনতন্ত্র আন্দোলন
শিক্ষা আন্দোলন
ছয় দফা আন্দোলন
গণঅভ্যুত্থান
এবং একাত্তরের মুক্তিযুদ্ধ
তুমি শুধু চেয়ে থাকো- আমি শুধু দেখবো আর দেখবো/
তোমার ওই চোখে আমি শুধু দেখতে চাই তাদের
যাদের কারণে বারবার রক্তাক্ত হচ্ছে আমার বাংলা//

( আমার লেখাএই কবিতা যদি কারো খারাপ লাগে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বশেষ

ঢাকায় ফিরলো ‘আয়না’ চলচ্চিত্রের টিম

1
আনিফা আরশি: গুণী চলচ্চিত্র নির্মাতা মনতাজুর রহমান আকবরের নতুন সিনেমা ‘আয়না’। গত ১৪ই অক্টোবর থেকে ধামরাই শুরু হয়েছিলো শুটিং। মোহনা মুভিজ এর ব্যানারে...