Saturday, April 17, 2021
- Advertisement -
Home বলিউড দীর্ঘ ২ বছর আমি আমিরের দেহরক্ষী হিসেবে কাজ করেছি:রণিত রায়

দীর্ঘ ২ বছর আমি আমিরের দেহরক্ষী হিসেবে কাজ করেছি:রণিত রায়

আনিফা আরশি:

বি টাউনে তারকা খ্যাতি পেতে একজন অভিনেতাকে নানা চড়াই-উতরাই পার করতে হয়। এই কঠিন সময়ের মুখোমুখি হতে হয়েছে বলিউড বাদশা শাহরুখ খান ও অক্ষয় কুমারদের মতো তারকাদের। এমন অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়েছে অভিনেতা রণিত রায়কেও।

এক সাক্ষাৎকারে নিজের জার্নির অভিজ্ঞতার কথা জানিয়ে রণিত রায় বলেন, ‘অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়ে ১৫ বছর আগে মুম্বাইয়ে এসেছিলাম। আর এই শহরে আসার পরেই আমার স্বপ্ন অনেক উঁচুতে উঠে যায়। আর সেটাই ছিলো আমার ভুল। ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করে টানা কয়েকটা সিনেমা ফ্লপ হলো। এরপর হাতে আর কোনো কাজ ছিলো না।’

ওই সাক্ষাৎকারে রণিত আরও জানান, ‘কয়েকটি সিনেমা ফ্লপ হওয়ার পর আমাকে কেউ কাজে নিতে চাইতেন না। একটা সময় কাজ না পেয়ে আমি ভেঙে পড়েছিলাম। পরে দীর্ঘ ২ বছর আমি আমিরের দেহরক্ষী হিসেবে কাজ করি। তার দেহরক্ষী হতে পেরে আমি গর্বিত।’

অভিনেতার কথায়, আমিরের দেহরক্ষী থাকার সময়টাতে আমি তার কাছ থেকে অনেক কিছু শিখেছি। কাজের প্রতি তার মনোযোগ ও ইচ্ছাশক্তি আমাকে অনুপ্রাণিত করেছিল। পরে আমির আমার জন্য চেষ্টা করতে থাকেন এবং এক পর্যায়ে একতা কাপুরের দুটো বড় প্রজেক্টে কাজ পায়। আর সেই সুযোগটাই আমার জীবনের মোড় ঘুরিয়ে দেয়।’

কাজের ক্ষেত্রে রণিত রায়কে ‘লাইন অফ ডিসেন্ট’ সিনেমায় সবশেষ দেখা গিয়েছিলো। এতে পৃথিবী সিনহার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এছাড়াও ‘হাঙ্গামা ২’, ‘শমসেরা’, ‘ভূমি’-এর মতো সিনেমাতে অভিনয় করবেন তিনি।

87 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বশেষ

আকবরের সিনেমাকে কেন্দ্র করে ডিপজল জয়ের হাতিহাতি

1072
১৪ তারিখ থেকে সাভারের ফুলবাড়িয়ায় ডিপজলের শুটিং হাউসে শুরু হয়েছে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘মানুষ কেন অমানুষ’ চলচ্চিত্রের কাজ। ডিপজলের প্রযোজনা প্রতিষ্ঠান অমি বনি...