দিনে ২৫ হাজার রোজাদারকে খাওয়াচ্ছেন সোনু সুদ

218
1372

বিনোদন প্রতিবেদকঃ

কভিড ১৯ সংক্রমণের এই সংকটপূর্ণ মুহূর্তে মুসলিম অভিবাসীদের পাশে দাঁড়ানোর দাঁড়ালেন ভারতের জনপ্রিয় অভিনেতা সোনু সুদ। পবিত্র রমজান মাসে প্রতিদিন ২৫ হাজার মুসলিম অভিবাসীকে খাওয়াচ্ছেন তিনি।

খবরে বলা হয়েছে, রমজানে মুম্বাইয়ে প্রতিদিন ২৫ হাজার মুসলিম অভিবাসীকে খাওয়ানোর দায়িত্ব নিয়েছেন সোনু সুদ। মহৎ এই উদ্যোগের বিষয়ে সোনু বলেন, ‘এখন বড় দুঃসময়। একে অন্যের পাশে দাঁড়ানো এ সময়ে খুবই গুরুত্বপূর্ণ। এই কার্যক্রমের মাধ্যমে আমি সেসব মানুষকে সহায়তা করছি , যারা রোজা রাখছেন এবং আমরা তাদের কাছে খাবার পৌঁছে দিচ্ছি। সারা দিন রোজা রাখার পর তারা অভুক্ত থাকবেন না।’

এই পরিস্থিতি শুরু হওয়ার পর এর আগে রোজ ৪৫ হাজার দরিদ্র মানুষের খাবারের দায়িত্ব নিয়েছিলেন সোনু সুদ। তারও আগে নিজের হোটেলে স্বাস্থ্যকর্মীদের থাকার সুযোগ করে দেওয়ার কথা বলেন এই অভিনেতা।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, ভারতের মুম্বাইয়ের আন্ধেরি, যোগেশ্বরী, জুহু ও বান্দ্রার ৪৫ হাজার মানুষকে প্রতিদিন খাবার দিচ্ছেন সোনু।

218 COMMENTS

  1. Devamını OkuDevamını Oku celebizadeeski Çelebizade Halı ürettiği kaliteli, uzun ömürlü, sağlam, hepsi birbirinden güzel desen ve renklerdeki, diz izi yapmayan, tüy ya da toz bırakmayan, anti-statik, anti-bakteriyel ve insan sağlığına uyumlu halılarıyla ülkemizde cami halısı ve yurt halısı sektöründe sıklıkla tercih edilen bir markadır. Çelebizade Halı’da müşteri memnuniyeti ve güvenine her şeyden çok önem verilmektedir. Bu sebeple tüm halılarımız halının bir kere alınıp, yıllarca kullanılan bir eşya olduğunun bilinciyle kaliteli malzemeden ve uzun yıllar dayanıklılığını koruyacak şekilde üretilmektedir.Ayrıca “Sonsuz Desen ve Renk” ilkesiyle, birbirinden güzel cami halısı desenleri, yurt halısı desenleri, sınır tanımayan renk seçenekleri ile cami halısı ve yurt halısı sektörlerinde çığır açmıştır. Üstelik yurt içi pazarında oldukça ilgi gören Çelebizade Halı, ürettiği kaliteli, uzun ömürlü, göz dolduran,farklı desen ve renk seçeneklerine sahip cami halılarını yurt dışı pazarına da sunmuş, burada da oldukça yoğun bir ilgiyle karşılaşmıştır.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here