Friday, October 30, 2020
- Advertisement -
Home বলিউড মিথ্যা গুজব, বাড়িতেই আছেন নাসিরউদ্দিন শাহ

মিথ্যা গুজব, বাড়িতেই আছেন নাসিরউদ্দিন শাহ

বিনোদন প্রতিবেদকঃ

হাসপাতালে ভর্তির খবর মিথ্যা। বৃহস্পতিবার বর্ষীয়ান অভিনেতা নাসিরউদ্দিন শাহ বললেন, ভাল আছি এবং বাড়িতে থেকেই দেশজুড়ে লকডাউন পরিস্থিতির ওপর নজর রাখছি।

নাসিরউদ্দিন শাহ এখন ৬৯, তাঁকে নিয়ে এত চিন্তা করার জন্য ফেসবুক পোস্টে অভিনেতা ধন্যবাদ জানিয়েছেন তাঁর ভক্তদের এমনকী মানুষকে নিজের শারীরিক অবস্থা সম্পর্কে অবগতও করেছেন।

তিনি বলেন, যাঁরা আমাকে নিয়ে উদ্বিগ্ন তাঁদের প্রত্যেককে ধন্যবাদ এবং চিন্তার কারণ নেই আমি সম্পূর্ণ সুস্থ রয়েছি। বাড়ি আছি ও দেশজুড়ে লকডাউনের দিকে নজরও রাখছি। দয়া করে কোনও গুজবে কান দেবেন না।
বুধবার অভিনেতার ছোট ছেলে ভিভান শাহ টুইট করে নাসিরউদ্দিনের স্বাস্থ্য নিয়ে কথা বলেন। সংবাদ সংস্থা পিটিআইকে ভিভান বলেন, ”উনি একদম ঠিক আছেন। এগুলো জল্পনা।”

ইরফান খান ও ঋষি কাপুরের প্রয়াণের পর অভিনেতা নাসিরউদ্দিন শাহর হাসপাতালে ভর্তি হওয়ার গুজব ছড়ায় সোশাল মিডিয়ায়।

বৃহস্পতিবার ৫৭ বছর বয়সে প্রয়াত হলেন অভিনেতা ঋষি কাপুর। দু’বছর লিউকেমিয়ার চিকিৎসা চলার পর লড়াই থেমে যায় অভিনেতার। অন্যদিকে, নিউরোএন্ডোক্রাইন টিউমারে আক্রান্ত ছিলেন ইরফান খান। বুধবার এই বিরল ক্যানসারের কাছে হার মানেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বশেষ