Friday, October 30, 2020
- Advertisement -
Home বলিউড করোনা আক্রান্ত ঐশ্বর্য ও আরাধ্যা, দ্বিতীয়বার COVID-19 টেস্টের রিপোর্ট পজিটিভ

করোনা আক্রান্ত ঐশ্বর্য ও আরাধ্যা, দ্বিতীয়বার COVID-19 টেস্টের রিপোর্ট পজিটিভ

নিজস্ব প্রতিবেদন : করোনা আক্রান্ত ঐশ্বর্য ও আরাধ্যা। তাঁদের দ্বিতীয়বার COVID-19 টেস্টের রিপোর্ট পজিটিভ। তবে জয়া বচ্চনের রিপোর্ট নেগেটিভ এসেছে।

প্রথমবার ঐশ্বর্য ও আরাধ্যা করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এলেও। দ্বিতীয়বার ফের টেস্ট করা হলে রিপোর্ট পজিটিভ আসে। BMC-র তরফেই একথা জানানো হয় বলে খবর। মহারাষ্ট্র সরকারের স্বাস্থ্যমন্ত্রীও একথা টুইট করেন পরে অবশ্য তিনি আবার টুইটটি ডিলিটও করে দেন। বিএমসি-র তরফে জানানো হয়েছে, ঐশ্বর্য ও আরাধ্যার চিকিৎসা তাঁদের বাড়িতে রেখেই হবে। তাঁদের হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই।

BMC-র বিশ্বাস মোটের কথায়, ”অমিতাভ বচ্চন নিজের বাংলো ছেড়ে বের হননি। তবে অভিষেক ওয়েব সিরিজের ডাবিংয়ের জন্য বের হয়েছিলেন। আর এই কারণেই BMCর তরফে সেখানেও যাচাই করতে যাওয়া হয়েছে সেখানে কোনও করোনা রোগী রয়েছে কিনা।”

এদিকে নানাবতী হাসপাতালের তরফে জানানো হয়েছে, অমিতাভ বচ্চনের অবস্থা বর্তমানে স্থিতিশীল। তবে তাঁকে আইসোলেশনে রাখা হয়েছে।
ইতিমধ্যেই BMC-র তরফে অমিতাভের বাংলো ‘জলসা’ সিল করে দেওয়া হয়েছে। স্যানিটাইজড করা হয়েছে গোটা বাংলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বশেষ