Wednesday, February 24, 2021
- Advertisement -
Home হলিউড করোনায় আক্রান্ত হয়েছিলেন ম্যাট ডেমনের মেয়ে

করোনায় আক্রান্ত হয়েছিলেন ম্যাট ডেমনের মেয়ে

বিনোদন প্রতিবেদক:

করোনায় আক্রান্ত হয়েছিলেন হলিউড তারকা ম্যাট ডেমনের বড় মেয়ে। এতো দিন না জানালেও মেয়ে সুস্থ হওয়ার পর খবরটি একটি রেডিও স্টেশন (স্পিন ১০৩৮) এর মাধ্যমে নিজেই জানান এই অভিনেতা।

‘দ্য লাস্ট ডুয়েল’ সিনেমার শুটিং করতে স্বপরিবারে আয়ারল্যান্ডে আটকে রয়েছেন ম্যাট ডেমন। আয়ারল্যান্ডে স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে অবস্থান করলেও ম্যাটের কলেজ পড়ুয়া বড় মেয়ে অ্যালেক্সিস থেকে গিয়েছিল নিউ ইয়র্কেই। দুর্ভাগ্যবশত তারই করোনা ভাইরাস পজিটিভ ধরা পড়ে।

এ বিষয়ে রেডিওতে দেওয়া সাক্ষাতকারে ম্যাট জানান, মূলত কলেজের কারণেই বড় মেয়ে অ্যালেক্সিস নিউ ইয়র্কে থেকে গিয়েছিল। কিন্তু করোনা পরিস্থিতি নিউ ইয়র্কে ভয়াবহতা সৃষ্টি করলে তার কলেজ বন্ধ হয়ে যায়। তবে অ্যালেক্সিস যাদের সাথে থাকেন সেই রুমমেটদের মাধ্যমে সেও করোনা আক্রান্ত হয়েছিল। কিন্তু বর্তমানে তারা সবাই সুস্থ আছে।
পরিস্থিতি স্বাভাবিক হলে এই মাসের শেষেই মেয়ের কাছে নিজ দেশে ফিরতে পারেন বলেও জানিয়েছেন ম্যাট ডেমন।

সুত্র/চ্যানেলআই

- Advertisment -

সর্বশেষ

আকবরের সিনেমাকে কেন্দ্র করে ডিপজল জয়ের হাতিহাতি

0
১৪ তারিখ থেকে সাভারের ফুলবাড়িয়ায় ডিপজলের শুটিং হাউসে শুরু হয়েছে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘মানুষ কেন অমানুষ’ চলচ্চিত্রের কাজ। ডিপজলের প্রযোজনা প্রতিষ্ঠান অমি বনি...