Saturday, October 24, 2020
- Advertisement -
Home হলিউড এবার হিটলার হয়ে আসছেন ‘মিস্টার বিন’

এবার হিটলার হয়ে আসছেন ‘মিস্টার বিন’

টিভি পর্দার বেশ জনপ্রিয় মুখ মিস্টার বিন। যাকে দেখাতে অজান্তেই মুখে চলে আসে হাসি। বেশ লম্বা সময় বিরতি দিয়ে দর্শকের সামনে হাজির হচ্ছে জনপ্রিয় টিভি সিরিজ ‘পিকি ব্লাইন্ডার্স’। তবে ষষ্ঠ সিরিজে দর্শকের জন্য বেশ বড় ধরনের চমকের আশ্বাস পাওয়া যাচ্ছে।

এ সিরিজে মিস্টার বিন’কে হিটলার বেশে দেখা যেতে পারে। তবে সিরিজটির সঙ্গে সম্পর্কিত কেউ এই ব্যাপারে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

মার্কিন বিনোদন ভিত্তিক পোর্টাল এক্সপ্রেস তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ইংরেজ অভিনেতা রোয়ান অ্যাটকিনসনকে হিটলার চরিত্রে দেখা যেতে পারে সিরিজটিতে। সিরিজটির পঞ্চম মৌসুম শেষ হওয়ার পরই টমি তার পরের সিজনে একজন ফ্যাসিবাদি রাজনীতিবিদ হিটলার হিসেবে অ্যাটকিনসনকে নেওয়ার কথা চিন্তা করছিলেন। সবকিছু ঠিক মতো মিলে যাওয়ার কারণেই তাকে এবারের কিস্তিতে সংযুক্ত করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বশেষ