Monday, January 25, 2021
- Advertisement -
Home বলিউড ঋষিকাপুরের সৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়লেন বলিউড তারকারা

ঋষিকাপুরের সৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়লেন বলিউড তারকারা

বিনোদন প্রতিবেদকঃ

গতকাল মারা গেলেন অভিনেতা ইরফান খান। ইরফান খানের মৃত্যুর শোক ভুলতে না ভুলতে আবার মৃত্যু সংবাদ! ২৪ ঘন্টার মধ্যে আবারও নক্ষত্রপতন হলো বলিউডে।চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুর।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। তাঁর মৃত্যুতে শোকের ছায়া বিনোদন দুনিয়ায়।

অমিতাভ বচ্চন :  ইরফান খান বেঁচে নেই। ঋষি কাপুরও চলে গেল।আমি আর নিজেকে সামলাতে পারছি না।

আমির খান : আমরা আবারও একজন বিখ্যাত অভিনেতাকে হারালাম। তিনি শুধু একজন ভালো অভিনেতাই ছিলেন না, ভালো মনেরও মানুষ ছিলেন। ধন্যবাদ আমাদের এতদিন ধরে এন্টারটেন করার জন্য।ভালো থাকবেন আপনি।

অক্ষয় কুমার: মেনে নিতে কষ্ট হচ্ছে উনি আর নেই। আমি সত্যিই কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না। ভালো থাকবেন ঋষি কাপুর। ওঁনার আত্মার শান্তি কামনা করি।

লতা মঙ্গেশকর : কিছুদিন আগেই ঋষিজি আমায় এই ছবিটি পাঠিয়েছিলেন। সত্যিই এটা মেনে নেওয়া যাচ্ছে না। উনি যেখানে গিয়েছেন, সেখানে শান্তিতে থাকুক, এই কামনাই করি।

মাধুরী দীক্ষিত : আমার সৌভাগ্য যে তাঁর মতো অভিনেতার সঙ্গে কাজ করতে পেরেছি। আজ সেই পুরোনো দিনের মুহূর্তগুলি চোখের সামনে ভেসে আসছে। ভাবা যাচ্ছে না যে উনি আরা আমাদের মধ্যে নেই আমরা একজন দুর্দান্ত অভিনেতাকে হারালাম। তাঁর আত্মার শান্তি কামনা করি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বশেষ

আকবরের সিনেমাকে কেন্দ্র করে ডিপজল জয়ের হাতিহাতি

0
১৪ তারিখ থেকে সাভারের ফুলবাড়িয়ায় ডিপজলের শুটিং হাউসে শুরু হয়েছে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘মানুষ কেন অমানুষ’ চলচ্চিত্রের কাজ। ডিপজলের প্রযোজনা প্রতিষ্ঠান অমি বনি...